বেলঘড়িয়ায় এক নির্বাচনী জনসভায় প্রকাশ্য মঞ্চ থেকে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধায়ক মদন মিত্র বলেন, আমি সিপিএম বলতে বুঝি বুদ্ধবাবুকে। এরা সিপিএম করেছে। আর এখনকার এগুলো কোন সিপিএম। দাঁত বের করে হাসতে হাসতে মোহাম্মদ সেলিম চলে গেল মুর্শিদাবাদ। সুজন চক্রবর্তী ঘুরছে।
একটা চান্স হবে একটা চান্স হবে। এই চুলগুলো পেকে গেছে রং মেখে নেব। ঠেলে দিয়েছে ওকে কামারহাটিতে। বলে চান্স নিবি। যা কামারহাটিতে মদন মিত্র অপেক্ষা করছে তোর জন্যে। তোর সাদা চুল ভালো করে কালো করে পাঠিয়ে দেবে। একটু অপেক্ষা কর। এমনই কুরুচিকর ভাষায় সুজনকে আক্রমণ করলেন মদন মিত্র। মদনকে পাল্টা দিলেন সুজন চক্রবর্তী।
সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, আমি মদন মিত্রকে শুভেচ্ছা জানাই। উনি আমার থেকে বয়সে বড় হবেন। আমার পাকা চুল কালো করার কোনো আগ্রহ নেই। যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল। আমার পাকা চুলটা পাকাই থাকুক। যার কালো চুল তার কালোই থাকুক। অন্য কারোর মতো আমি পাকা চুলকে কালো করতে পছন্দ করি না। মদন মিত্র আমার খবর বেশি রাখছেন। উনার নিজের শরীর নিয়ে বেশি ভাবাটা ভালো….