দিনকয়েক আগে তাঁদের গ্রামে যখন শতাব্দী রায় গিয়েছিলেন। ভোট প্রচারে গিয়ে সেই সময় ‘উন্নয়ন উন্নয়ন’ ব্যাঙ্গ স্লোগান তুলেছিলেন গ্রামবাসীরা। সেই মহম্মদবাজার ব্লকের বাটেরবাঁধ গ্রামের বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন।
ঘটনা হল, দিন কয়েক আগে মহম্মদবাজারের বাটেরবাঁধ গ্রামে প্রচারে যান শতাব্দী। সেই সময় শতাব্দী রায়কে বিজেপির পতাকা হাতে প্রতিবাদ জানালেন। যদিও বিজেপি কর্মীদেরকে পাল্টা শতাব্দী রায়, ধন্যবাদ জানান এবং ভালো থাকার বার্তা দেন। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে উন্নয়ন হয় নি। তৃণমূলের অঞ্চল সভাপতির রাকেশ মণ্ডলের বিরুদ্ধে রয়ছে একাধিক ক্ষোভ। তারই প্রতিবাদ জানিয়েছিলেন।
এবার ওই গ্রামের ক্ষুব্ধ লোকজন বিজেপিতে যোগদান করলেন। এদিনও বিজেপিতে যোগদানের সময়ও রাকেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। বিজেপির দাবি ৩০০ জন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন।