নন্দীগ্রাম
নন্দীগ্রামে দেবাংশুকে ঘিরে ফের তুমুল উত্তেজনা, চোর চোর দেবাংশুর পাশাপাশি পাল্টা চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা স্লোগান তৃণমূলের পক্ষ থেকে। বাইক থেকে দেবাংশুকে ধাক্কাও দেওয়া হয় অভিযোগ। তুমুল উত্তেজনা সামাল দিতে পুলিশ ব্যস্ত।। নন্দীগ্রাম এক বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া, তিনি বললেন দেবাংশু জন সম্পর্ক অভিযান করতে এসেছিলেন তাকে চোর চোর দেবাংশ বলে উষ্ণ অভ্যর্থনা জানালো গ্রামবাসীরা এর চেয়ে বড় আর কি হতে পারে।
দিবাংশু ভট্টাচার্য অভিযোগ জানিয়েছেন শুধু চোর স্লোগান নয়, বাইকে ধাক্কা দেওয়া হয়েছে তাকে ঠেলা হয়েছে হামলা করা হয়েছে এর জন্য পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন। যদি কিছু না হয় যত দূর যেতে হয় তিনি যাবেন, তিনি আরো বলেন এটা ওদের কালচার। আমাদের কালচার প্রণাম করা করেছি, আমরা যদি গোটা রাজ্য জুড়ে পাল্টা এরকম করা শুরু করি তাহলে পারবে তো?