জয় মা কালী জয় মা দুর্গা। ভারত মাতা কী । আজ দেশমে দুসরী চরনকা মতদান হো রাহে হ্যা। শুভ সে লোক লোকসভা উৎসব মানা রাহা হ্যা। সব লোক ভারত মাতাকে বলকে যা রাহা হ্যা।বাংলামে উৎসাহ দেখা যায়। এদিন মালদহের সাহাপুর এলাকার একটি মাঠে এদিন সভা করেন মোদি। এদিন মঞ্চে তিনি ছাড়াও উপস্তিত ছিলেন জেলা নেতৃত্ব ও উত্তর মালদর বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও দক্ষিন মালদহের প্রর্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধান মন্ত্রী বলেন,পহলী চরন মে টিএমসি পরাস্ত হয়েছে। দুসরী চরন মে বিদ্ধস্ত হয়ে যাবে।এক সময় থ্যা বাংলার পুরে দেশকা বিকাশের নেতৃত্ব ছিল। বিজ্ঞান গবেষনা জীবনের সব পহুলীমে বাংলার প্রথম সারিতে ছিল। প্রথমে লেফ্ট পরে টিএমসির রাজত্বে বাংলার কি রোখ লাগা দি। এখন সব কিছুতে গোটালা। টিএমসি গোটালা করে এবং বাংলাবাসীকে কষ্ট পেতে হয়। কোন কাজ কাটমানি ছাড়া হয় না।টিমসি এই এলাকার যুবকদের সাথে প্রতারনা করেছে।
শিক্ষক নিয়োগ নিয়ে ২৬হাজার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে।যুবকদের বিকাশের সবই দরজা বন্ধ। টিএমসি ভ্রষ্ট পার্টীর পরও বিজেপি সরকার বাংলার জন্য কাজ করছে। বিনা পয়সার রেশন দিচ্ছে।আপনাদের ভালোবাসার জন্য আমার মনে হচ্ছে আমি পূর্বের জীবনে বাংলায় জম্ম গ্রহন করেছি। নয়তো আগামী জম্মে আমি বাংলায় জম্ম গ্রহন করবো।তীব্রদাবদাহে যারা দাঁড়িয়ে আছেন। তাদের তপস্যা আমি নষ্ট হতে দিবনা। আমি বাংলার বিকাশ করব।
নির্বাচনী প্রচার সভায় আজকে মালদায় মোদি বলেছেন,**কংগ্রেস আপনার সম্পত্তির ওপর ৫৫ শতাংশ কর বসানোর পরিকল্পনা করছে। অর্থাৎ আপনার সম্পত্তি আপনার ছেলেমেয়েদের কাছে যাবে না। সেই করের টাকা ভোট ব্যাঙ্ককে দিয়ে দেবে। বলা হচ্চে **কংগ্রেসের লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি।**কংগ্রেসের লুঠ বেঁচে থাকার সময়েও, মরে যাবার পরেও।মোদী আজকে বলেছেন কংগ্রেসকে আক্রমণ করে
**তৃণমূল ও কংগ্রেস এখানে লড়াই লড়াই ভাব দেখাচ্ছে। কিন্তু দুজনেই তুষ্টিকরণ করে**। ইন্ডি জোট বলে কাশ্মীরে ৩৭০ ফের আনবে। সিএএ আইনকে আটকে দেবে। মহিলাদের মঙ্গলসূত্র, আদিবাসীদের গয়না পরীক্ষা করানোর আইন আনছে। কংগ্রেস চাইছে সব টাকা, গয়না সম্পত্তিকে কব্জা করে নেবে।** এটা কংগ্রেস ঘোষণা করেছে। কিন্তু তৃণমূলও এর বিরুদ্ধে একটা কথাও বলেনি। তৃণমূল চুপ করে থেকে এদের সমর্থন দিচ্ছে।
[ আজকে সমাজ স্থলে চারিদিকে মোদি মোদি স্লোগান শোনা যাচ্ছিল তখন আবেগ প্রত হয়ে প্রধানমন্ত্রী বলেন
মোদি মোদি চিৎকার….আপনাদ এই ভালবাসা আমি মাথায় নিলাম। মনে হচ্ছে আগের জন্মে বাংলায় জন্ম নিয়েছিলাম। অথবা পরের জন্মে এই বাংলার মায়ের কোলে জন্ম নেব। এত ভালবাসা আগে কখনও পাইনি।