একটানা তীব্র দাবদহে শুকিয়ে যাচ্ছে চাষবাস, কাঠফাটা রোদে ফেটে চৌচির হয়ে যাচ্ছে মাঠঘাট। নেই টিউবওয়েলে জল, এই হাহাকার থেকে স্বস্তি পেতে রীতিমতো কান্নাকাটি করে এবার আল্লাহর কাছে প্রার্থনা মুসলিম সম্প্রদায়ের মানুষদের। এদিন নদীয়ার থানারপাড়া থানার পন্ডিত পুর মাদ্রাসায় প্রায় কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষ বৃষ্টির জন্য তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন।
প্রার্থনার মধ্যে দিয়ে ভেসে আসে কান্নার সুর। তাদের একটাই পার্থনা, এই তীব্র দাবদহ থেকে কবে তারা স্বস্তি পাবেন। হে আল্লাহ বৃষ্টি দাও। জীবন বাঁচাও। এইভাবে আর কয়েকদিন চলতে থাকলে শুরু হবে হাহাকার। এই হাহাকার থেকে মুক্তি দাও। যদিও ৮ থেকে ৮০ প্রত্যেকেই এই নামাজে অংশগ্রহণ করে এবং শুরু করে প্রার্থনা। তবে এই চিত্র এই প্রথম দেখা গেল নদীয়ার এই মাদ্রাসায়। যদিও এখনো বেশ কয়েকদিন এই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কি ঈশ্বরের কাছে প্রার্থনার জোরে হতে পারে মিরাক্কেল। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। প্রত্যেক সম্প্রদায়ের মানুষ নিজের নিজের বিশ্বাসের জোরে তাদের আরাধ্য দেবতাদের আরাধনা করে থাকেন। কথায় বলে যে আল্লাহ সেই ঈশ্বর, অর্থাৎ কয়েক শো মানুষের এই প্রার্থনা আদৌ কি বাস্তবায়িত হবে, নাকি প্রকৃতির এই খামখেয়ালী বহাল থাকবে। এখন শুধু তা সময়ের অপেক্ষা।