দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা বুধবার পর্যন্ত। ছয় জেলায় চরম তাপপ্রবাহ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রবিবার পর্যন্ত। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে।
কলকাতাতেও তাপপ্রবাহ। ৪০ ডিগ্রি পেরিয়ে গেছে কলকাতার তাপমান। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। আগামীকাল আরো বাড়তে পারে তাপমাত্রা।
##সোমবার বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের। পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। উপকূল সহ ওড়িশা সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। তবে এই সম্ভাবনা খুবই সামান্য দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
##উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামীদিনে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উপরের দিকের ৫ জেলায় বৃষ্টি আজ। কাল ও পরশু বৃষ্টি শুধু দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া।
★উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা উত্তর ও দক্ষিণ জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি।