কাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে ২৫ হাজার চাকরি খারিজ করা হলো তারপর থেকেই জল্পনা শুরু ইতিমধ্যে দশটা বছর পেরিয়েছে বঞ্চিতদের।
চাকরির কোথাও কোন দেখা নেই। মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার দাবি জানিয়েছে কিন্তু তাদের সুরা হয়নি। 10 বছর দিয়ে নিয়োগ নাই তারা যোগ্য চাকরি পার্থী রাস্তায় কাটাটছেন সময় ইতিমধ্যে অনেকেরই বয়স পেরিয়েছে চাকরির অনেকেরই কাউন্সিলিং হয়েছে কিন্তু স্কুলের যেতে পারছেন না তারই উত্তরের নেওয়ার জন্য।
আজ রাজপথে নেমেছেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা আজও আশাবাদী মুখ্যমন্ত্রীর কাছে সেই সাথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আরেকটি
অভিযোগ তাদের জেনে বুঝে আইনি জটিলতায় বাড়ানো হচ্ছে প্রসেসকে ডিলে করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে তারা কোনদিনই স্কুল এ না যেতে পারে এইভাবে দিনের পর দিন বছরের পর বছর রাস্তায় কাটাত চেন অনেক সময় পেরিয়েছে এবার তাদের স্বচ্ছতার সাথে নিয়োগ করে দিক এই সরকার এমনটাই দাবি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের