প্রদেশ কংগ্রেসের সভাপতি ও বারহামপুরের প্রার্থী অধীর চৌধুরী কে নির্বাচনী প্রচারের বাধা দেওয়ার প্রতিবাদে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বাইরে বিক্ষোভ দেখালো কংগ্রেস। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও সুমন পালের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন কংগ্রেসের 5 জনের প্রতিনিধিদল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের ডেপুটেশন জমা দেন।
তার পরে আশুতোষ চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে মুর্শিদাবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি তেলানিতে ঠেকিয়ে গেছে। আসলে তৃণমূল এবং বিজেপির বুঝতে পেরেছে যে তারা মুর্শিদাবাদে হারতে চলেছে। তিনি বলেন আমরাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্চর্য হয়ে দাঁড়াবে। তৃণমূল বিজেপি বুঝে গেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ যে যত দলদাস পরিণীত করার চেষ্টা করুক কংগ্রেসে জিতবে। বিশেষ পর্যবেক্ষক কে ফোন করা বলে ফোন ধরেন না। মুখ্য নির্বাচন কমিশনার কে দায়িত্ব নিত হবে। মুর্শিদাবাদের এস পি জে ফোন করলে ফোন ধরে না। দলদাস পরিণীত হয়েছেন এস পি। আমরা তিনটে কথা ফ্রি ফেয়ার নির্বাচন করতে হবে। আমরা রাহুল গান্ধী কে আমরা বলেছি। পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী কোথায় আছে। আমরা কেন্দ্রীয় বাহিনী কে চিড়িয়াখানা সামনে দেখছি। অধীর চৌধুরী উপরে আক্রমণ করছে তৃণমূলের গুন্ডারা। নির্বাচন কমিশন উচিত যে যারা গুন্ডা দুষ্কৃতী কেন তাদের কে সতর্কতামূলক আগাম গ্রেফতার করা হচ্ছে না। বাইক বাহিনী গুন্ডা বাহিনী ভোট করাচ্ছে। তাদের কাজ নির্বাচন করার তাহলে নির্বাচন কমিশন কে ব্যবস্থা গ্রহণ করতে হবে না। না হলে আমরা নির্বাচন কমিশনের সামনে বসে পড়বে বলে হুশিয়ারি আশুতোষ চট্টোপাধ্যায়ের।