নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : গ্রাম বাংলার প্রতিভাদের তুলে ধরতে সোনামুখী পৌরশহরে সোনামুখী চ্যাম্পিয়ন লিগের শুভ উদ্বোধন হলো ।
গ্রাম বাংলার প্রতিভাদের তুলে ধরতে এবং বর্তমান যুবসমাজকে আরো বেশি মাঠ মুখী করতে সোনামুখী পৌরশহরে ” সোনামুখী চ্যাম্পিয়ন লিগের ” শুভ উদ্বোধন হলো । বজরং ইলেভেন ক্রিকেট দলের উদ্যোগে এই চ্যাম্পিয়ন লিগের আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী এবং সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় ফিতে কেটে সোনামুখী চ্যাম্পিয়ন লিগের শুভ উদ্বোধন করেন । এই লীগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট বারোটি ক্রিকেট দল অংশগ্রহণ করেছেন । এদিনের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন ইলেভেন ব্রাদার্স মেজিয়া এবং বিসিসি মালিয়ারা ক্রিকেট দল । বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে বেশি ব্যাস্ত থাকেন তাই খেলার মাঠে কমছে যুব সম্প্রদায়ের সংখ্যা । আগামীদিনে গ্রামবাংলার মাঠ ভরিয়ে তুলতে গ্রাম বাংলার প্রতিভাদের তুলে ধরতে সোনামুখী চ্যাম্পিয়ন লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই মনে করছেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।
সোনামুখীর খেলাধুলাকে সার্বিকভাবে আগামী দিনে আরও বেশি উন্নতির বিষয়ে আশ্বাস দেনন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , গ্রামবাংলায় প্রচুর প্রতিভা আছে এবং খেলাধুলার সার্বিক উন্নয়নের জন্য আমার তরফে আমি সব রকম চেষ্টা করব ।
সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগের সেক্রেটারি আশিষ ঘোষ জানান , বর্তমান যুবক সম্প্রদায় মাঠে আসুক এবং তারা খেলা দেখুক ও খেলাধুলায় অংশগ্রহণ করুক । গ্রাম বাংলার প্রতিভাদের তুলে ধরতে এই ধরনের লীগ আগামী দিনেও পরিচালনা করা হবে বলে জানান তিনি ।