দীর্ঘ ২২ বছর পর দুই বাংলার নৌকা বাইচের মধ্য দিয়ে সম্প্রীতির মেলবন্ধন দেখা গেল দুইপারে বাসিন্দারা নৌকা বাইচের মধ্য দিয়ে একে অপরের মধ্যে আলিঙ্গন মিষ্টিমুখ শুভেচ্ছা বিনিময় করলেন।
উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এর ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হলো দুই বাংলা মিলন উৎসব নৌকা প্রতিযোগিতা জানা যায় দীর্ঘ 22 বছর পরে স্বরূপনগরের সীমান্ত এলাকা হাকিমপুরে পুনরায় অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা জানা যায় ২২ বছর আগে দীর্ঘদিন ধরে চলতো এই নৌকা বাইচ প্রতিযোগিতা ২০০২ সালে বন্ধ হয়ে যায় এই দুই বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এ বছর বিচারই হাকিমপুর গ্রাম পঞ্চায়েত হাকিমপুর বাজার কমিটি এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আবারো অনুষ্ঠিত হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা এই নৌকা বাই একসময় দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হতো কালের নিয়মে হারিয়ে গিয়েছিল তাই প্রায় দুই যুগ পর আবার দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের উদ্যোগে এই নৌকা বাইচ হলো জিরো পয়েন্টের সীমান্ত রেখা অতিক্রম না করে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়, যার মধ্যে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকরা ছিলেন পাশাপাশি জনপ্রতিনিধি হাজির ছিলেন।