মাঠে চাষের কাজ চলাকালীন বর্জাঘাতে মৃত্যু দুই কৃষকের, আহত অন্ততপক্ষে দশজন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এ ভর্তি। বীরভূমের নানুরের ঘটনা। নিহতের পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, নানুরের তৃণমূল বিধায়ক।
শনিবার সকাল থেকেই গোটা বীরভূম জেলা জুড়ে গুমট একটা গরম ছিল। একদুপুর গড়াতেই আকাশ চারিদিক মেঘলা অন্ধকার হয়ে আসে। বিকাল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
বীরভূমের নানুরে বাজ পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। আহত অন্ততপক্ষে ১০ জন।। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম যারা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।
নানুরে পৃথক দুটি জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে দুজনের মৃত্যু, জখম অনেকে। নানুরের পার্টি অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। খবর পেয়েই তৃণমূল বিধায়ক বিধান মাঝিকে সঙ্গে নিয়ে ছুটলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ জানান, সুরথ গড়াই নানুর ব্লকের বড়া সাওতা অঞ্চলে বাড়ি। মাঠে কাজ করছিল বাজ পড়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকল গ্রাম। চারকল গ্রামে বেশ কিছু মানুষজন মাঠে ধান তোলার কাজ করছিল। সেখানেও বর্জাঘাতে জ্যোস্না থা নামে একজন মহিলার মৃত্যু হয়েছে। যে সমস্ত জখম হয়েছেন তারা অনেকেই হাসপাতালে ভর্তি। আমি নিজে সশরীরে গিয়ে নিহতের পরিবার ও যারা জখম হয়েছেন তাদের খোঁজখবর নিলাম। তৃণমূল পরিবার সব রকম দিক থেকে এই সমস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। নির্বাচন বিধি চলছে। আদর্শ বিধি-নিষেধের কথা মাথায় রেখে কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেই সামগ্রিক দিক থেকে আমরা পাশে রয়েছি।