ফুঁসছে ভাগীরথী, বাড়লো জলস্তর, পূর্ব বর্ধমান এবং নদীয়ার একমাত্র সংযোগ কারী ফেরিঘাট বন্ধ করেদিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মধ্যরাত থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হলো ফেরি ও ভেসেল চলাচল।
হু হু করে বাড়ছে ভাগীরথীর জ্লস্তর, বৃহস্পতিবার সকাল থেকেই জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরি ঘাটে। তবে রাত বাড়তেই বাড়লো জ্লস্তর। ফেরিঘাট সহ পার্শবর্তী বাসস্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকল ভাগীরথীর জল। বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদীয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে। সেই কারণেই এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনিদিষ্ট কালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ববর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট। অপর দিকে এই ফেরি ঘাটের উপর নির্ভর নদীয়ার ৩ টি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল। জল বাড়ার কারণে এবার তাদেরও অসুবিধে হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যদিও এই বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, হটাৎ করে জল বাড়ার কারণে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরাও হরিপুর গ্রাম পঞ্চায়েত এই বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত। সব সময় আমাদের ঘাটের তথা অংভ্যলের প্রতিটি জায়গায় নজরদারি চালানো হবে। তবে এই ঘাট বন্ধে সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। আমরা নদীয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে বিকল্প কোন ব্যবস্থা করা যায় জুরুরি পরিষেবার ক্ষেত্রে। যদিও ফেরিঘাটের পাশে রয়েছে বাসস্ট্যান্ড আর সেটিও এখন পুরোপুরি জলমগ্ন। অর্থাৎ সবমিলিয়ে নাকাল পরিস্থিতি ভাগীরথী তে জল বেড়ে যাওয়ার কারণে।