অবৈধ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নয়াগ্রাম থানার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নয়াগ্রামের ছোটো ধানশোলাতে পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি চার চাকা গাড়িতে তল্লাশি চালায় নয়াগ্রাম থানার পুলিশ।তল্লাশি চালাতেই মেলে দুই লক্ষ আশি হাজার টাকা । এরপর গাড়ি সহ ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় নয়াগ্রাম থানায়। পুলিশ ওই ব্যক্তিকে বৈধ না অবৈধ টাকা জানতে চাইলে ওই ব্যক্তি কোনো উত্তর না দেওয়ায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে নয়াগ্রাম থানার পুলিশ। শনিবার ওই ব্যক্তিকে ঝাড়্গ্রাম আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ। আদালতে পেশ করলে মহামান্য বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গেছে ওই ব্যক্তির নাম সুজিত নায়েক। বয়স ৩০ বছর। বাড়ি উড়িষ্যা রাজ্যের বারিপাদা সদর থানার ইটামারুয়া গ্রামে।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...