শিলিগুড়ি:-২০২৩ সালের ২১ আগস্ট মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীকে পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও বাঁধা পেয়ে তাঁকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়। ঘটনার দিন রাতে মহম্মদ আব্বাসকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।
জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয়। এই মামলায় ২২ জন সাক্ষী দেন। গত বুধবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক। এরপর শুক্রবার তাঁর ফাঁসির সাজা ঘোষণার দিন ঠিক হয়। তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক।
এরপর সাজা ঘোষণার জন্য শনিবার অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়। সেইমত আজ দোষী মহম্মদ আব্বাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক।
সাজা ঘোষণার পরই উল্লাসে মাতোহারা হয়ে পড়েন দীর্ঘদিন ধরে এই মামলার বিচারে যারা আদালতের সামনে অবস্থানে বসেছিলেন তারা। এই মামলার রায় ঘোষণা হতেই বাইরে বের হন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। তাকে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলে। খাদা পড়িয়ে ফুলের তোড়া হাতে দিয়ে সম্বর্ধনা প্রদান করেন তাকে।
অপরদিকে আব্বাসের আইনজীবী জানান এই মামলায় তারা হাইকোর্টে আপিল করবেন। এবং আবারও বিচারের দাবি জানাবেন।
কিন্তু এসবের মাঝেই এমন বিচারে খুশি প্রায় প্রত্যেকেই। রাজনৈতিক থেকে অরাজনৈতিক মহলে ভেসে এসেছে খুশির আবহাওয়া। এদিন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ এই মামলার বিচারে খুশি প্রকাশ করেন। তবে অপরদিকে রাজ্যের শাসকদলকে আবারো এক হাত নেন অন্যান্য ধর্ষণ মামলার প্রসঙ্গে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ এই মামলার ঘোষণার পর নিজের বক্তব্য প্রকাশ করেন, যার মধ্য দিয়ে দীর্ঘদিন চলা এই মামলার অবশেষে সঠিক বিচার হওয়ায় খুশি তিনি।
তবে এদিন মামলার শুনানি শেষে পুলিশ কমিশনার অফিসে সাংবাদিক বৈঠক করেন সি সুধাকর পুলিশ কমিশনার ও সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানানো হয় এই মামলার সমস্ত আইনি পদক্ষেপ এবং এই মামলার যাবতীয় তথ্য।