পূজা উদ্বোধনে হাবড়ায় এলেন এক সময়ের বলিউড অভিনেত্রী মন্দাকিনী হাবড়ার মিলন তীর্থ ক্লাবের এবারের কালীপূজা ৭১ তম বছরে পড়ল। এবারে তাদের থিম ঠিকানা। শিশু বয়স থেকে নানান কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে মন্ডপ শয্যার মাধ্যমে। প্রতিমার মধ্যেও রয়েছে বিশেষত্ব। দেশ-বিদেশের ২০টি গাছের শিকড় ,শাল- বাকল ,ফুল ,ফল, বীজ দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। প্রকৃতির ফলমূল শিকড় দিয়ে যে প্রতিমা তৈরি করা যায় তাই তুলে ধরা হয়েছে প্রতিমার মাধ্যমে। শনিবার সন্ধ্যায় টলিউড অভিনেত্রী মন্দাকিনী ঠাকুর তার উদ্বোধন করেন। তার অভিনীত বিখ্যাত ‘রাম তেরি গঙ্গা মায়লি’সিনেমার গানের কিছুটা অংশ হাবড়ার এই মঞ্চ থেকে গেয়ে শোনান মন্দাকিনী।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...