নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : এ রাজ্যে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের প্রার্থনায় মহাষষ্ঠীর সকালে বাঁকুড়ার গ্রামে শিব মন্দিরে পুজো দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।
এ রাজ্যে অশুভ শক্তির দ্রুত বিনাশ ও শুভ শক্তির বিকাশের প্রার্থনায় আজ বাঁকুড়ার সোনামুখী ব্লকের পাঁচালে নিজের গ্রামের শিব মন্দিরে পুজো দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পুজো শেষে তাঁর দাবী এ রাজ্যে যেভাবে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একশো দিনের কাজ সর্বক্ষেত্রে ব্যাপক বেনিয়ম হয়েছে তাতে বঞ্চিত হয়েছেন সাধারণ গরীব মানুষ। আবাস যোজনায় যাদের বাড়ি পাওয়ার কথা তাঁরা বাড়ি পাননি অথচ যাদের পাওয়ার কথা নয় তাঁরা দুটি তিনটি করে বাড়ি পেয়েছেন। আমরা চাই এই অশুভ শক্তির বিনাশ হোক এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সারা দেশ এগিয়ে চলেছে সেই ভাবে এ রাজ্যেরও বিকাশ হোক।