নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সরকারীভাবে শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গেল। বৃহস্পতিবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার ন’টি পূজো মণ্ডপের ‘ভার্চুয়ালি’ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই নয় পূজো কমিটির তালিকায় রয়েছে বাঁকুড়া শহরের দশের বাঁধ সর্বজনীন দুর্গোৎসব, দোলতলা কল্লোল সাংস্কৃতিক সংস্থা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত উৎসবের আনুষ্ঠানিক সূচণা হয়ে গেলেও জেলায় উদ্বোধনে তালিকায় থাকা অনেক জায়গাতেই মণ্ডপ থেকে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়নি বলেই খবর।
আর এই বিষয়টি নিয়ে শাসক দলকে আক্রমণ করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা প্রশ্ন তোলেন, মহালয়ার আগে কি করে পূজো উদ্বোধন হয়? বিষয়টি শাস্ত্র বহির্ভূত কাজ বলেও তাঁর দাবি। একই সঙ্গে ‘ক্ষমতার বলে’ বলিয়ান হয়ে ‘যা খুশী’ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।