বুধবার ১৭ জানুয়ারি শুরু হল কলকাতা অযোধ্যা বিমান পরিষেবা। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেই এই সূচনা। আপাতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে। তবে প্রথম দিন কলকাতা বিমানবন্দর থেকে দেরিতে ছাড়ছে এই বিমান।
২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। সারা ভারত থেকে তীর্থযাত্রী ও ভক্তরা পৌঁছবে অযোধ্যায়। ইতিমধ্যেই অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু হয়েছে। বুধবার ১৭ জানুয়ারি থেকে কলকাতা ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা শুরু হল। তবে এদিন নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরেই বিমান ছাড়বে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর। এদিন বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবে মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। অযোধ্যা থেকে এই বিমান কলকাতায় আসার পর তা কলকাতা থেকে অযোধ্যায় ফিরে যাবে।