বিদ্যুত এর বিল পরিশোধ করাকে কেন্দ্র করে বউমা ও শ্বশুর-শাশুড়ির মধ্যে বিবাদ।বউমাকে হাসুয়ার কোপ মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদীয়া গ্রামে।হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বধূ।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জখম বধূর মা।ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা।পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম বধূর নাম সাজেনুর খাতুন(৩৫) এবং অভিযুক্তরা হল শ্বশুর আব্দুল রোফ(৫৭) ও শাশুড়ি আনেশা বিবি(৫০)।অভিযোগ,তাদের বাড়িতে একটি মিটার রয়েছে।সেই মিটার থেকে ছেলে আনেসুর রহমান ও তার বাবা আব্দুল দীর্ঘদিন থেকে কারেন্ট ব্যবহার করে আসছে।বিল পরিশোধ কে করবে এই নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে বউমার বিবাদ হয়।এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।সেই সময় স্বামী আনেসুর বাড়িতে ছিল না।স্বামীর অনুপস্থিতিতে বধূ কে বেধরক ভাবে মারধর করা হয় বলে অভিযোগ।শাবল দিয়ে মাথা ফাটিয়ে দেয় ও হাসুয়ার কোপে বাম হাত জখম করে দেয়। পরিবারের লোকেরা আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করান।মাথায় ১২ টি ও হাতে ৬ টি সেলাই করা হয়েছে।জখম বধূ বলেন,১৭ বছর আগে আমার বিয়ে হয়।বিয়ের কয়েক বছর পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ও শারীরিকভাবে আমাকে অত্যাচার করত।সংসারের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করে আসছিলাম।এদিন বিদ্যুতের বিল পরিশোধ করার কথা বলতে গিয়ে আমাকে মারধর করা হয়।হাসুয়া ও শাবল দিয়ে রক্তাক্ত করে দিয়েছে।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...