রেহানা বেগম (৪৫) নারকেলডাঙ্গার বাসিন্দা। ৪ বছরের নাতি কে সঙ্গে নিয়ে তোপসিয়ায় তার আরেকটি বাড়িতে ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে গিয়ে নিখোঁজ হয়। ভাড়াটিয়ার নাম বিকি সাউ পেশায় ট্যাক্সিচালক তালতলার বাসিন্দা। বিগত তিন মাস ধরে রেহানা বেগমের ৬৫ জি.জে.খান রোড, তোপসিয়া, কলকাতা ৩৯ এর বাড়িতে বিকি সাউ ভাড়া থাকতো। কিন্তু তিন মাস ধরে ভাড়ার টাকা দেয়না সে। গতকালকে সে তার নাতিকে নিয়ে ভাড়া নিতে যায়। তারপর থেকেই নিখোঁজ হয় রেহানা ও তার ৪ বছরের নাতি। এরপর পুলিশের থেকে খবর পায় তারা। পরিবারের দাবি, পুলিশ তাদের জানিয়েছে নেশাগ্রস্থ অবস্থায় বিকি ই রেহানা কে ধারালো অস্ত্রের আঘাত করে খুন করে আনন্দপুরে ফেলে গেছে। পুলিশ সূত্রে খবর তার ৪ বছরের নাতি গাড়ির ভিতর চিৎকার করছিল বলে বিকি সেই শিশুকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পুলিশ এখন বিকীকেকে জিজ্ঞাসাবাদ করে রেহানার ৪ বছরের নাতির খোঁজ পেতে চাইছে। ইতিমধ্যেই বিকিকে জিজ্ঞাসাবাদের জন্য আনন্দপুর থানায় উপস্থিত রয়েছেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পান্ডে, ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) আরিশ বিলাল। এই মুহূর্তে রাজ্য মহিলা কমিশনে সদস্যরাও আনন্দপুর থানায় এসে উপস্থিত হয়েছেন। আজ রেহেনা বেগমের পরিবারের সদস্যরা, এলাকার বাসিন্দারা নারকেলডাঙ্গা থানা ঘেরাও করেছেন ।।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...