নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : বাঁকুড়া দু নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর লার্ভার হদিস। ডেঙ্গু আক্রান্ত রুখতে উদ্যোগী প্রশাসন।
বাঁকুড়া দু’নম্বর ওয়ার্ডের পোদ্দার পাড়ায় বাড়িতে মজুত করে রাখা জলে ডেঙ্গুর লার্ভা সন্ধান মেলে। বর্তমানে বাঁকুড়া জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে তার মধ্যে বাঁকুড়া পৌরসভায় আক্রান্তের সংখ্যা ১১০ বাঁকুড়া দু নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ১০ জন। বাড়ির জমা জল থেকে মেলে ডেঙ্গু লার্ভা।
ডেঙ্গু সংক্রমণ রুখতে উদ্যোগ প্রশাসনের। বাঁকুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মিলেছে আট থেকে দশ জন তারপরেই বিশেষ করে নড়েচড়ে বসেছে বাঁকুড়ার প্রশাসন। প্রশাসন সূত্রে খবর , এই মুহূর্তে বাঁকুড়া জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে, তার মধ্যে বাঁকুড়া পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১০ জন। ২ নম্বর ওয়ার্ডে দশজনের ডেঙ্গু আক্রান্তের হদিস মিলেছে বলে প্রশাসন সূত্রে খবর। সংক্রমণ রুখতে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে দুই নম্বর ওয়ার্ডে জ্বরে আক্রান্ত ব্যক্তিদের রক্তের নমুনা সংগ্রহ করে ডেঙ্গু আক্রান্তদের চিহ্নিত করে তাদের চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছে। এলাকায় কোথাও জমা জল রাখা আছে কি না তা দেখার পাশাপাশি সাধারণ মানুষদের সচেতন করার কাজ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বাঁকুড়া মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, বাঁকুড়া দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে সহ একাধিক ব্যক্তি দুই নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে এলাকা পরিদর্শন করার পাশাপাশি বাড়িতে কোথাও কোন জমা জল আছে কিনা তা দেখতে গিয়ে বাড়িতে রাখা জমা জল থেকেই ডেঙ্গুর লার্ভার হদিস মেলে। বাঁকুড়ার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে বলেন, এখানে ডেঙ্গুর লার্ভার সন্ধান মিলেছে তবে ডেঙ্গু সংক্রমণ রুখতে আরও বেশি করে উদ্যোগ নেয়া হচ্ছে।