ছোট ছোট ছেলেমেয়েদের আনতে হবে মাঠে। বিকশিত করতে হবে প্রতিভার। সেই লক্ষ্যে ফুটবল কোচিং ক্যাম্পের উদ্বোধন হল উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের মিনাখাঁয়।
বসিরহাট জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও উদ্যোগে ছোট বয়স থেকে বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকদের মাধ্যমে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে। এইদিন কোচিং সেন্টারের সূচনা করেন বসিরহাট জেলা পুলিশ সুপার ড. জবি থমাস কে৷ উপস্থিত ছিলেন মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান, মিনাখার ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক সেলিম হাবিব সরদার, মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকগণ। বর্তমান প্রজন্ম মাঠ ভুলতে বসেছে, ভুলতে বসেছে সবুজের আহ্বান। আজকের দিনে দুই থেকে আশি সব বয়সের মানুষ আসক্ত হয়ে পড়েছে মোবাইলে। ফলে মাঠ শূন্য। সেই মাঠকে পরিপূর্ণ করতে আবার ধুলোর ঝড় ওড়াতে বসিরহাট জেলা পুলিশের উদ্যোগ লেটস গো ফুটবল।
সুন্দরবন জনজাতি, অনগ্রসর অধ্যুষিত এলাকাগুলিতে ফুটবলের প্রতি আবেগকেও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ ফুটবল প্রতিভা পরিলক্ষিত হলে কলকাতা প্রথম সারির ফুটবল ক্লাবগুলিতে খেলার সুযোগের ব্যবস্থাও করা হবে। বসিরহাট জেলা পুলিশ সুপার আশা প্রকাশ করেন, পরবর্তীতে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই ফুটবলাররা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখবেন। মিনাখাঁ থানার এস্ট্রো ট্রাফের মাঠে কচিকাচাদের ফুটবল প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলার। সবমিলিয়ে সুন্দরবন এলাকার ছেলেমেয়েদের ফুটবল প্রশিক্ষণে খুশির জোয়ার কচিকাচা থেকে শুরু করে অভিভাবক অভিভাবকদেরও।