শুক্রবার সাত সকালে হাওড়ার ফোরশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্লাস্টিক কারখানায় আগুন লাগে। সেখান থেকে কারখানা সংলগ্ন গুদামটিতে আগুন ছড়িয়ে পড়ে। গুদামে কী মজুত করা ছিল, তা এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেতেই একে একে ঘটনাস্থলে এসেছে ১৫টি ইঞ্জিন। আগুন পুরোপুরি না নিভলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কীভাবে ওই আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। হাওড়া এবং শিবপুর থানার পুলিশও ঘটনাস্থলে হাজির হয়েছে।
প্রসঙ্গত, যে গুদামে আগুন লেগেছে, তার পাশে একটি পেট্রল পাম্প রয়েছে। যার জেরে আশঙ্কা তৈরি হয়েছে। ভয়ঙ্কর কোনও পরিস্থিতি এড়াতে পেট্রল পাম্পটিকে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। ফোরশোর রোডের একাংশ বন্ধ করে আগুন নেভানোর কাজ চলেছে। কালো ধোঁয়ায় ভরে গেছে গোটা এলাকা।