নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : এবার নিজের পোষ্য ছাগলকে বাঁচাতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির । আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার করিশুন্ডা গ্রামে । মৃত ব্যক্তির নাম হীরা-ধারা । বয়স আনুমানিক ৫৮ বছর ।
স্থানীয় সূত্রে জানতে পারা যায় , অন্যান্য দিনের মতো এদিনও হীরা ধারা তার বেশ কয়টি পোষ্য ছাগ নিয়ে মাঠে চড়াতে যান । কিছু সময় পর হঠাৎ তার কানে আসে একটি ছাগলের চিৎকার তখন তিনি ছুটে যান ছাগলটির কাছে এবং দেখেন ছাগলটি একটি ইলেকট্রিক তারে জড়িয়ে পরেছে তখন তিনি ছাগলটিকে বাঁচাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হন এবং সেখানেই লুটিয়ে পড়েন । এই ঘটনা তার স্ত্রীর নজরে এলে তিনি চিৎকার শুরু করলে এলাকার সাধারণ মানুষরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে তড়িঘড়ি উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ইন্দাস থানার পুলিশ বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় । ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ ।