গতকাল শ্রমিক- মালিক অসন্তোষের জেরে কাজ বন্ধ রেখেছিলেন ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের শ্রমিকরা।দীর্ঘ আলোচনার পরও সমস্যার সমাধান মেলেনি। আজ সকাল থেকেই পাকাপাকিভাবে মিল বন্ধ রাখার নোটিশ ঝুলিয়ে দেয় রিলায়েন্স মিল কর্তৃপক্ষ। মূলত বেশ কয়েকটি অসুবিধার কথা তুলে ধরে এই নোটিশ ঝুলিয়ে দেয় তারা। তবে গোটা বিষয় নিয়ে মালিকপক্ষকেই কার্যত কাঠগড়ায় তুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।
তিনি বলেন আমি শুনেছি ওই মিলের মালিক কন্টাকটার দিয়ে মিল চালাতে চাইছে। মানুষের ক্ষোভ তৈরী হয়েছে যার জেরো নিজেকে বাঁচাতে মিলের গেটে নোটিশ ঝুলিয়ে দিয়েছে।জুট মিলে কন্টাকটারি প্রথা বন্ধ করার পক্ষেও সাওয়াল করেন সাংসদ।