নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : চারটি জনমুখী প্রকল্পের উদ্বোধন মন্ত্রী বেচারাম মান্নার।
বাঁকুড়ার রবীন্দ্র ভবনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না চারটি জনমুখী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক ও সভাধিপতি।
আজ বাঁকুড়ার রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি জনমুখী প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। অনুষ্ঠান শেষে মন্ত্রী বেচারাম মান্না বলেন,স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের নির্মল বাংলা প্রকল্পের মধ্য দিয়ে প্লাস্টিক ব্যবহার সম্বন্ধে সচেতন ও ধ্বংস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে প্লাস্টিকে জল জমার পর যে সব পতঙ্গ বাহী রোগগুলো হয় সেই সব পতঙ্গের লার্ভা বা ডিম গুলো ধ্বংস করা যায় এবং এই রোগ থেকে যাতে মুক্তি পাওয়া যায় সেই জন্যই মানুষকে সচেতন করতে এই প্রকল্পের আওতায় বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যে সব পরিকল্পনা গুলো নেওয়া হয়েছে তার রুপায়নের ক্ষেত্রে এবং মানুষকে সচেতন করার ক্ষেত্রে রাজ্যের প্রতিটি জেলায় এই ধরনের কর্মশালা করা হচ্ছে। এই কর্মশালায় জন প্রতিনিধি ও সরকারি আধিকারিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সাথে পুজা কমিটি গুলোকে স্বাস্থ বান্ধব স্মারক সম্মান দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে। সেখানে ডেঙ্গু সচেতনতার বিষয় থাকবে, মশা বাহিত রোগ যেখানে লার্ভা বা ডিম উৎপন্ন হয় সেগুলো নষ্ট করার সচেতন করার বিষয় থাকবে। এই কাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রাখা যায় এবং যাদের জিরো ওয়েষ্ট থাকবে। এই ধরনের প্যাণ্ডেল যারা করবে সেই সব কমিটি গুলোকে স্বাস্থ বান্ধব স্মারক সম্মান গ্রাম পঞ্চায়েতের দপ্তর থেকে দেওয়ার পরিকল্পনা হয়েছে।