নিজস্ব সংবাদদাতা, কলকাতা
আগামী দু তিন দিনে দার্জিলিং এবং কালিম্পং জেলায় তুষারপাতের প্রবল সম্ভবনা। সঙ্গে বিক্ষিপ্তভাবে শীলা বৃষ্টির সম্ভাবনা।
১৪ য় পৌঁছাতে পারে কলকাতার পারদ। পশ্চিমাঞ্চলের জেলায় ১০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। এই সপ্তাহে আগামী আরও ৫ দিন শীতের এই স্পেল। এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকায় উত্তরে হাওয়ার গতিপথ অবাধ। উত্তরবঙ্গের ওপরের দিকে ৫ জেলা ১৩ ডিসেম্বর হালকা বৃষ্টিতে ভিজতে পারে। বাকি রাজ্য খটখটে শুকনো। কলকাতায় দিনের তাপমাত্রা আপাতত ২৫ এর ঘরে। রাতের তাপমাত্রা আরও সামান্য কমে ১৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে।
শীতের এই স্পেলের প্রথম দিনেই ঝোড়ো ব্যাটিং পশ্চিমাঞ্চলের
পুরুলিয়া ১১.১
বাঁকুড়া ১১.৬
ঝাড়গ্রাম ১১.০
পশ্চিম বর্ধমানের
আসানসোল ১২.৭
পানাগড় ১২.১
বীরভূমের শান্তিনিকেতন ১১.৪
সৌরিশ ব্যানার্জি, আবহাওয়া বিজ্ঞানী, আলিপুর আবহাওয়া দফতর