বাঁকুড়া : বাঁকুড়ার সদর থানা অন্তর্গত ধলডাঙ্গা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা । কামদুনী ঘটনার যে রায় দিয়েছে হাইকোর্ট তাতে খুশী নয় কামদুনির সকল প্রতিবাদী এবং এই রায়দানের বিরুদ্ধে রাস্তায় নেমে সকলেই একযোগে প্রতিবাদ জানাচ্ছেন । এবার তাদের পাশে দাঁড়াতে বিজেপি কর্মী সমর্থকরাও বিক্ষোভে ফেটে পড়লেন । এদিন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে ধলডাঙ্গা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হলেন তারা । প্রায় ৩০ মিনিট পথ অবরোধ করে রাখেন যার জেরে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , এ রাজ্যে চুরি খুন রাহাজানি ধর্ষণ বেড়ে গিয়েছে । আর কামদুনীর ঘটনা নিয়ে নিম্ন আদালতে যে রায় ছিল উচ্চ আদালতে গিয়ে সেই রায় বদলে গেল তার বিরুদ্ধেই এই পথ অবরোধ কর্মসূচি । পাশাপাশি দোষীদের কঠোর শাস্তিরও দাবি জানান তিনি ।