চলতি বছরে চৈত্র মাস থেকেই তীব্র দহনে ভুগছে গোটা রাজ্য। চৈত্রের পর বৈশাখ ও জৈষ্ঠের ছবিটাও ঠিক একপ্রকার। সীমান্ত শহর বসিরহাটে এবছর বৈশাখ মাসে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রিকে ছুঁয়েছিল। যা বিগত ৫০ বছরের ইতিহাসে নজিরবিহীন। তাই সেই তীব্র দহন থেকে নিজেদের রক্ষা করতে এবার উদ্যোগী হলো বসিরহাটের একদল মহিলা। বসিরহাট ইয়ং স্টার্স ক্লাবের উদ্যোগে এক অভিনব বৃক্ষরোপণ ও বৃক্ষরোপণ সম্বন্ধীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
সেখানেই শহরের মহিলারা কাছরীপাড়া ও বসিরহাট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করলেন। বিগত দিনে দেখা গিয়েছে ঘটা করে বৃক্ষরোপণ কর্মসূচি করলেও শুধুমাত্র পরিচর্যার অভাবে তা নষ্ট হয়ে যায়। অন্যদিকে একাংশের মানুষ জানেও না বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে। তাই শহরবাসীকে আরও বেশি করে বৃক্ষরোপণ সম্পর্কে অবগত করতে ও গাছের সঠিক যত্ন নেওয়ার এক অভিনব আলোচনা সভার আয়োজন করা হলো সংগঠনের তরফে। ক্লাবের কালচারাল সেক্রেটারি অরিন্দম ঘোষ বলেন, “আমরা ছোটবেলায় পড়তাম রাজস্থানের নাকি লু হয়। সেই লু এখন বসিরহাটে চলে এসেছে। কারণ পরিবেশের উপরে আমরা যে অত্যাচার করেছি পরিবেশ সেটাই আমাদের ফিরিয়ে দিচ্ছে। মানব সভ্যতাকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি তাই আমরা বৃক্ষরোপণের সঙ্গে বৃক্ষরোপণ সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্যাম্প করছি।” বৃক্ষরোপনের পাশাপাশি ক্লাব চত্বরেও আয়োজন করা হয় রক্তদান শিবিরের এবং রক্তদাতাদের হাতেও তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। ইতিমধ্যে বসিরহাটের এই ইয়াং স্টার্স ক্লাব চলতি বছরেই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএর কোচিং ক্যাম্প চালানোর স্বীকৃতি পেয়েছে। সেই আনন্দকে ক্লাব কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে ও এই মহতী উদ্যোগে মহিলাদের সঙ্গে বৃক্ষরোপণ করতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার দিপেন্দু বিশ্বাস। সংগঠনের তরফে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক মনোজ বসু ও এক্সিকিউটিভ কমিটির সদস্য ইন্দ্রনীল রায় সহ একাধিক পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ।