তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে এক মহিলা পুলিশ ভ্যানে তোলার সময় শ্লীলতাহানির অভিযোগ আনে। এই ঘটনায় অভিযুক্তকে ক্লোজ করে দেওয়া হয়।
সূত্রে খবর, তুফানগঞ্জ এর ১ নম্বর ব্লকের নাটাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের এলাকার চাড়ালজানি এলাকায়, বাসিন্দা মমতাজ খাতুন গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সামনে অবস্থান করেন। জমি বিবাদের জেরে গত ৯ই মে সালিশি সভায় স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী করে, বলে অভিযোগ। সেই কথা তুফানগঞ্জ এর গ্রামের পুলিশ স্টেশনে জানানোর পর তার অভিযোগ দায়ের করা হয়নি। তার জন্য মমতাজ খাতুন গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সামনে অবস্থান করেন। তাকে জোর করে রাস্তা থেকে তুলে দেওয়া হয় এমনই অভিযোগ করে পুলিশের বিরুদ্ধে। যেখানে কোন মহিলা পুলিশ কর্মচারীর ওই কাজ করার কথা ছিল সেখানে তুফানগঞ্জ থানার জগদীশ ঘোষ চুলের মুঠি ধরে তাকে তুলে পুলিশের ভ্যানে তোলেন। এই দৃশ্য সেদিন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। একজন পুরুষ পুলিশ কর্মচারী একজন মহিলার সাথে এমন কি করে করতে পারে তা নিয়ে প্রতিবাদ শুরু হয়।
এই ঘটনার পর তাকে তড়িঘড়ি ক্লোজ করা হয়। কোচবিহার পুলিশ সুপার দুর্তিমান ভট্টাচার্য বলেন, ‘জগদীশ ঘোষকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। সেদিন কি হয়েছিল তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।’