এদিন প্রথমে মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর গ্রামীণ বিধানসভার বাড়ুয়া গ্রামে সাতনারায়ণী মাতার মন্দিরে আশীর্বাদ প্রার্থনা ও জনসংযোগ কর্মসূচি সারেন।
এরপর খড়গপুর গ্রামীণ বিধানসভার কেরানীচটীতে নির্বাচনী জনসংযোগ ও পথসভা করেন। সেখান থেকে খড়গপুর গ্রামীণ বিধানসভার চন্ডীপুরে নির্বাচনী জনসংযোগ ও পথসভা করেন।
খড়গপুর গ্রামীণ বিধানসভার আবাসে নির্বাচনী জনসংযোগ ও পথসভা করেন।
প্রচারের ফাঁকে একটি বাড়িতে অন্নপ্রাসন এর অনুষ্ঠানে যান। শিশুকে কোলে নিয়ে আশীর্বাদ করেন।
প্রচুর পরিমানে মানুষ সামিল হয়েছিল পথসভায় ও প্রচার মিছিলে। জুন মালিয়া জানান , বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।