জেলার সেরা সুভাষ পার্ক সার্বজনীন পূজা কমিটি
এ বাংলা:- বাংলার দুর্গা পুজা মানে ছিল বাসন্তী পুজা।আজো নিয়ম নিষ্ঠার সাথে বাসন্তী পুজা হয়।তবে শরৎকালের দুর্গাপূজার সূচনা করেন শ্রীরামচন্দ্র।যা অকালবোধন নামে পরিচিত। সেই ছবি তুলে ধরেছে সুভাষগ্রাম সুভাষ পার্ক সার্বজনীন পুজা কমিটি।তাদের ভাবনা এবং উপস্থাপনা দর্শকদের প্রভাবিত করেছে।মাতৃরূপ এখানে যেন উমা আমাদের ঘরের মেয়ে।মায়ের এক কোলে গনেশ,কার্তিক সাথে লক্ষী সরস্বতী। মায়ের অপরূপ সিগ্ধরূপ মুগ্ধ করে তোলে। সেই সাথে মায়ের দশরূপের ছবি তুলে ধরেছে।দর্শকের পাশাপাশি আমাদের বিচারে জেলার সেরা অভিনব ভাবনার পুরস্কার স্বরুপ তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
এই পুরস্কার আগামীদিনে তাদেরকে প্রেরণা দেবে।