আসানসোলের বার্নপুরের হীরাপুর এলাকায় নির্বাচনী দেওয়ালে রামের ছবি আর তাই হিন্দুজাগরণ মঞ্চের পক্ষ থেকে হিরাপুর থানার সামনে বিক্ষোভ ও শারকলিপি প্রদান!! অভিযোগ শাসকদলের পক্ষ থেকে নির্বাচনী দেওয়ালে ভগবান রাম ও নরেন্দ্র মোদির ছবি আঁকা!!হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয় রামকে অপমান করা হয়েছে হিন্দুত্ব কে অপমান করাহয়েছে!!আগামী ২৪ঘন্টার মধ্যে যদি এই দেওয়াল গুলো মোছা না হয় তো বৃহত্তর আন্দোলন করা হবে বলে যানান সাথে বলেন এই ঘটনার যেনো পুনরাবৃত্তি না হয় বিষয়টি নির্বাচন কমিশন কেউ যানানো হবে বলে বলেন!!রামকে সামনে রেখে রাজনীতি করছেন !! ভগবান রামকে নিয়ে জে কোনো রাজনৈতিক দল যেনো রাজনীতি না করেন এটা আমাদের চেতনা হুঙ্কার!!
তৃণমূল নেতা অনুপ মাজি বলেন যারা রাম কে রাজনীতি করে তাদের আমরা পছন্দ করিনা।এক দল রাজনৈতিক রাম কে নোংরা রাজনীতির মধ্যে নিয়ে এসেছে।