নিজস্ব প্রতিনিধি,হাওড়া: বুধবার রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয় তৃণমূলের উদ্যোগে। উত্তর হাওড়া লিলুয়া হনুমান মন্দির, মহাবীর চক থেকে বুধবার শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় হাওড়া সালকিয়া বজরংবলী মন্দির গভ: কোয়ার্টারে পৌঁছে। রামনবমীর এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় , মন্ত্রী অরূপ রায়, ডা: রাণা চট্টোপাধ্যায়, প্রমুখ। একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী সমর্থকরা। বর্ণাঢ্য সহকারে এই শোভাযাত্রা উত্তর হাওড়ার একাধিক রাস্তা প্রদক্ষিণ করে। সকাল দশটায় শুরু হয় এই মিছিল। এদিকে হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়কে নাম না করে রাষ্ট্রদ্রোহী বললেন হাওড়ার বি জে পি প্রার্থী রথীন চক্রবর্তী। বুধবার রাম নবমী উপলক্ষ্যে এক মিছিলে অংশ নিয়ে তিনি জানান,”বিদায়ী সাংসদ নাকি বলেছেন এখানে হিন্দু থাকতো না। তিনি কিছুই জানেন না। হিন্দু সংস্কৃতি দশ হাজারের পুরানো।এই সব মন্তব্য রাষ্ট্রদ্রোহী মন্তব্য। উল্লেখ্য, বুধবার হাওড়ার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস ও রাম নবমী উপলক্ষ্যে মাঠে নামে।লিলুয়া এলাকায় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়,বিধায়ক রানা চ্যাটার্জী, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায় ও।মোটের উপর রাম নবমী কে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে মাঠে নামল তৃণমূল ও বিজেপি উভয়ই।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...