উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর গ্রামের রায়মঙ্গল নদীতে গতকাল গভীর রাতে ৩০০ ফুট বাধে ফাটল দেখা দিয়েছে, তা দেখে আতঙ্কিত গ্রামবাসী ইতিমধ্যেই নদীর পাড়ে যেসব বাসিন্দারা বসবাস করতেন তাদেরকে অন্যত্তরে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
ঘটনাস্তলে পরিদর্শন করেছেন হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও সহ একাধিক প্রশাসনিক অধিকারীরা। যত দ্রুত বাধ মেরামত করা যায় সেই দিকে নজর দিয়েছে প্রশাসন। গত ১৪ বছর আগে এই নদী বাঁধের উপর দিয়ে বয়ে গিয়েছিল আইলা ঝড় সেই ঝড়ের তান্ডবের নদী বাঁধ কোন রকমে দাঁড় করানোর হয়েছিল। কিন্তু এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন।
তারা বলছেন প্রতিবছর বিভিন্ন ধরনের সাইক্লোন দেখা যায়, তাই নদী বাঁধের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই বাঁধগুলি যদি কংক্রিটের করা না হয় তাহলে সারা জীবন ভোগ করতে হবে গ্রামবাসীদের। তাই তারা চাইছেন যত দ্রুত সম্ভব নদীর বাঁধগুলি পাকাপোক্ত করা হোক, তাহলে এই সমস্যা বারবার আর সমাধান করতে হবে না।