বসিরহাটের হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে শনিবার সকাল ১১টা নাগাদ রান্নাঘরের পাশ থেকে একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পায় এলাকাবাসীরখ। কীভাবে এই বোমা বিস্ফোরণ হলো?
কে বা কারা এই বোমা রেখে গেল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, কোন হতাহতের খবর নেই। কিন্তু প্রশ্ন উঠছে এই বিজেপি কর্মীর বাড়িতে কোথা থেকে বোমা এলো। এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও খতিয়ে দিচ্ছে প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে সিআইডির আধিকারিক, বোম্ব স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞরাও গিয়ে পৌঁছান। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের নেতা কৌশিক দত্ত বলেন, “বসিরহাটে বিজেপি জিততে পারবে না। সেটা বুঝতে পেরে হাসনাবাদ সহ সারা বসিরহাটে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।” অন্যদিকে শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম। সন্দেশখালির মল্লিকপাড়ায় আবু তালেবের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার তালেবের বাড়ি থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়। ঠিক কী কারণে এই হানা, তা এখনও স্পষ্ট নয়। তবে একজন মহিলা অফিসার-সহ সিবিআই আধিকারিকরা গ্রামে হাজির হয় সিবিআই। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে ঢুকেই আবু তালেবের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির মেইন গেট তালা বন্ধ এদিন। যা খবর, বাড়ির ভিতরে কেউই নেই।
শনিবার সন্দেশখালির একাধিক জায়গায় সিবিআইয়ের তিনটি টিম হানা দেয়। হাটগাছি গ্রাম।পঞ্চায়েতের শিমুলহাটি গ্রামে এদিন হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম। জমি জবরদখলের অভিযোগের তদন্তে সিবিআই। তিনটি দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। দফায় দফায় অভিযোগকারীদের বয়ান রেকর্ড করেছে সিবিআই। পাশাপাশি সন্দেশখালি ন্যাজাট এলাকার মসজিদ বাড়ি এলাকার কাছে বেতনী নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসীরা। শনিবার সকাল ১১টা নাগাদ মসজিদ বাড়ি এলাকায় বেতনী নদীতে এক ব্যক্তির পরনে নীল শার্ট ও নস্যি রঙের প্যান্ট পরা অবস্থায় ভাসতে দেখেন এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে এই ব্যক্তির মৃতদেহ ভেসে আসলো তা খতিয়ে দেখছেন তারা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।