নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : শারদোৎসবের আগে গত কয়েক দিনের ধারাবাহিক বৃষ্টিতে চরম সমস্যায় বাঁকুড়ার কৃষিজীবি মানুষ। ধার-দেনা করে চাষ করেও উৎপাদিত শাক সব্জী জমিতেই নষ্ট হতে শুরু করেছে। ফলে একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষীরা, অন্যদিকে বাজারে যোগান কম থাকায় শাক সব্জীর দামও অগ্নিমূল্য।
শুক্রবার সকালে বাঁকুড়া শহরের চক বাজারে গিয়ে দেখা গেল, গত কয়েক দিন আগে যেখানে বেগুন কেজি প্রতি ৪০ টাকা দরে বিক্রি হয়েছে, এদিন বেড়ে তা ৭০ এ পৌঁছেছে। ৫০ টাকা কেজি শশা বেড়ে হয়েছে ৭০ টাকা। ৪০ টাকার পালং শাক ৭০, ফুল কপি ৪০ থেকে এখন ৭০ টাকা, ২০ টাকার বাঁধা কপি ৪০ টাকা। এছাড়াও লাউ ২০ টাকা, বরবটি ৪০ টাকা, মুলা ৪০ টাকা কেজি প্রতি পাইকারী দরে এদিন বিক্রি হচ্ছে।
এদিন উৎপাদিত শাক সব্জী নিয়ে বাজারে আসা গণেশ পাত্র, সুভাষ চন্দ্র শী-রা বলেন, ফুল কপি, বাঁধা কপি, মুলা চাষ করেছিলাম, কিন্তু বৃষ্টিতে সব শেষ করে দিল, এখন দৈনন্দিন সংসার খরচ কি করে চলবে, আর পূজার খরচ কিভাবে চলবে ভেবে পাচ্ছিনা। এই দুঃসহ পরিস্থিতিতে সরকারী সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে তারা জানান।