নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সিকিমে সিভিল ইঞ্জিনিয়ারের কাজে গিয়েছিলেন দ্বারিকার শেখ সুমন, তিন দিন যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সঙ্গে, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার।
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার দ্বারিকা গ্রামের বছর ২৪ এর শেখ সুমন সিভিল ইঞ্জিনিয়ার এর কাজে গিয়েছিল সিকিমের জেমা এলাকায়, তিস্তার ভয়ংকর বন্যা পরিস্থিতির পর তার সাথে আর যোগাযোগ করে উঠতে পারেনি পরিবারের লোকজন, উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে পরিবার। পরিবারের পক্ষ থেকে বারংবার বিষ্ণুপুর থানা এসে যোগাযোগ করা হচ্ছে। সুমন কে ফোন করলে ফোনে পাওয়া যাচ্ছে না । এখনো খোঁজ মেলেনি শেখ সুমনের। পাঁচ মাস আগে সিকিমে গিয়েছিল সেক সুমন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের জন্য। বিষ্ণুপুর বি পি আই কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে সে, প্রথমে কিছু মাস উড়িষ্যা একটি কোম্পানিতে চাকরি করে, এর পর পাঁচ আগে সিকিমে একটি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে যোগদান দেয়। বছর ১৫ আগে সুমনের বাবা-মায়ের মৃত্যু হয় তারপর থেকেই জেঠু ও জেঠিমার কাছে মানুষ। গত ৩ই অক্টোবর পরিবারের সাথে শেষ বারের মতো কথা হয়, পরিবারকে জানিয়েছিল বৃষ্টির জন্য কাজ বন্ধ, ডিসেম্বর মাসে বিষ্ণুপুর মেলার সময় সে বাড়ি ফিরবে। কান্নায় ভেঙে পড়ছে পরিবার মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছেন যাতে তাদের ছেলে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে। কবে ফিরবে বাড়িতে সুমন সে আশায় বুক বেঁধেছে পরিবার পরিজন।