নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সোনামুখী ব্লকের সমিতিমানা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বাঁকুড়া জেলার জেলাশাসক ও পুলিশ সুপার ।
বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের সমিতি মানায় দামোদর নদের বন্যার জল প্রবেশ করেছিল সমিতি মানায়, বিঘার পর বিঘা সবজির জমি তলিয়ে গিছে জলের তলায়, মাথায় হাত কৃষকদের, প্রতিবছর বন্যায় নিয়ম করে এই এলাকার কৃষকদের সবজির জমি জলের তলায় চলে যায় ফলে নষ্ট হয় বিঘার পর বিঘা সবজি ও ধান জমি । তবে এবার সামনেই দুর্গাপুজো, আর মাত্র কয়েকটা দিন এই মুহূর্তে সবজির জমি জলের তলায় চলে যাওয়ায় আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের, ইতিমধ্যেই এই এলাকায় নিজের নৌকা চালিয়ে পরিদর্শন করেছে এলাকার বিজেপি বিধায়ক, পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। এরপর বুধবার সন্ধ্যায় বন্যা কবলিত সমিতি মানা সরজমিনে পরিদর্শন করলেন বাঁকুড়া জেলার জেলাশাসক সৈয়দ এন এবং বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। কথা বললেন এলাকার মানুষের সাথে, এলাকার কৃষকদের যা ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিলেন, এলাকার মানুষ পুলিশ সুপার এবং জেলা শাসক কে কাছে পেয়ে তারা দাবি জানান এলাকার এই সমস্যার একটা স্থায়ী সমাধান করুক প্রশাসন, তাতেও সম্মতি প্রকাশ করে জেলা শাসক এবং পুলিশ সুপার।
Valo news