২৪ নভেম্বর থেকে বিধানসভার পরবর্তী অধিবেশন, অধিবেশন চলতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ অবধি, জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়*
রাজ্যপালের সমলোচনায় বিধানসভার অধ্যক্ষ। মঙ্গলবার বিধানসভায় বিপিনচন্দ্র পালের জন্মদিবসে শ্রদ্ধা জানানোর পর, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 22 টি বিল আটকে আছে রাজ্যপালের কাছে। রাজ্যপালের এক্তিয়ার নেই বিল আটকে রাখার। সংবিধানে বলা আছে। রেকমেন্ডেশন থাকলে ফেরত পাঠাতে পারেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আশাকরি রাজ্যপাল মানবেন।
জ্যোতিপ্রিয় মল্লিক এমন করছে এটা আমার ভাবতে কষ্ট হচ্ছে। বিধানসভায় দাড়িয়ে মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন জ্যোতিপ্রিয় মল্লিক খোলামেলা মানুষ।
অখিল গিরির পাশে দাড়ালেন না অধ্যক্ষ। অখিল গিরি রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করে এর মধ্যে। তা নিয়ে রাজ্যপালকে চিঠি লেখেন বিরোধী দলনেতা। সোমবার অখিল গিরির মন্তব্য নিয়ে অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি বলে এমন ধরনের মন্তব্য না করলেই পারতেন।