সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে যে মন্তব্য করেছেন তাতে তার এবং তার পরিবার সহ সমর্থকদের সম্মানহানি হয়েছে বলে তিনি মনে করছেন। তাই তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারি কে
৭২ ঘণ্টার মধ্যে শুভেন্দু কে পাঠানো আইনি নোটিশের সদুপ্তর না পেলে ১০০ কোটি টাকার মানহানির মামলা করবেন বলে আজ হাবড়ায় সাংবাদিক বৈঠকে জানালেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার। হাবড়ার কর্মসূচিতে দীর্ঘদিন পরে জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করলে কাকলি দেবী বলেন মানুষের সাথে থাকার অঙ্গীকারবদ্ধ তৃনমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচির সাথে অন্য ঘটনা জড়িয়ে ফেলা উচিৎ নয়।