নিজস্ব প্রতিনিধি: আগামী পাঁচ দিন গোটা রাজ্যে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। তবে আগামী সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে। ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামতে পারে পশ্চিমের বিভিন্ন জেলায় ।সোমবার আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে আমাদের রিজিনে কোন সিস্টেম নেই। যেটা রয়েছে শুধু নর্থ স্টাইলি উইন্ড ভায়া। বাংলাদেশ হয়ে আমাদের রিজিনে প্রবেশ করছে ।ফলে আমাদের বে অফ বেঙ্গলের কিছুটা ময়শ্চার রয়েছে। তার ফলে আংশিক মেঘলা আকাশ আমরা পাচ্ছি এবং এইটা কন্টিনিউ করবে আগামী চার থেকে পাঁচ দিন ।আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। কোনরকমের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন নর্থবেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুইবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ৪ নভেম্বর উড়িষ্যা লাগোয়া যে জেলাগুলো আছে মেদিনীপুর, সাউথ ২৪ পরগনাতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেহেতু উইন্ড প্রবেশ করছে আমাদের রাজ্যে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চাজার আমাদের রাজ্যে ঢুকছে ।তার ফলে রাত্রে তাপমাত্রায় অনেকটা কমবে। আগামী এক সপ্তাহে সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রায় ২০ ডিগ্রীর নিচে যাওয়ার। কলকাতার ক্ষেত্রে কোন তাপমাত্রায় কমার সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলায় তাপমাত্রা কমবে। তবে জাকিয়ে শীত আসতে এখনো অনেক দেরি।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...