২০২৩ এর আই সি সি ক্রিকেট বিশ্বকাপে সময়টা একদম ভালো যাচ্ছে না পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট দলের। এই কঠিন পরিস্থিতিতে আগামী কাল কলকাতায় ইডেন গার্ডেনসে মর্য্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। কলকাতায় এর আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের কাছে বিশ্রীভাবে পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় দশ দলের মধ্যে নবম স্থানে অবস্থান করছে। পাকিস্তান অবশ্য সামান্য ভালো অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে। বাংলাদেশ দল কলকাতায় ম্যাচ খেলা এবং প্র্যাকটিসের মধ্যেই রয়েছে তবে পাকিস্তান দল কলকাতায় পা দিয়েই ইডেনে অনুশীলনে নেমে পড়েছে। আপাত দৃষ্টিতে দুই দলের সেমিফাইনালে জাওয়া একপ্রকার কঠিন। তবুও অঙ্কের জটিলতায় শেষ মুহূর্তে সেমিফাইনালের লাইন আপ কি হবে সেটা চলতি সপ্তাহান্তেই পরিস্কার হয়ে যাবে। ভারতের দুই প্রতিবেশী দেশের এই লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে উভয়দেশের সমর্থকেরা। সবার নজর কাল ইডেনের বাইশ গজে।
এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশনে সিলভার জয় বাঙালি কন্যার
নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণী বক্সীপাড়ার বাসিন্দা চম্পা হালদার তিনি কৃষ্ণনগর আস্থা নামক একটি যোগাসন সেন্টারের হয়ে এশিয়ান স্পেসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা...