প্রথম বছর দুর্গা পুজো কার্নিভাল এ বাজি মাত করলো জামালপুর ১ পঞ্চায়েত। হাজার হাজার মানুষের ঢল নামলো এই কার্নিভাল দেখতে। হালারা সেঠিয়া কোল্ড স্টোরেজ থেকে শুরু হয় এই কার্নিভাল পুল মাথায় গিয়ে শেষ হয়। মাঝে মঞ্চের সামনে প্রতিটি পুজো কমিটি ১০ মিনিট করে অনুষ্ঠান করার সুযোগ পায়। পুরো এই কার্নিভাল যার নেতৃত্বে হয় তিনি হলেন জামালপুর ১পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। আজকের এই অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহার, পূর্ত কর্মাধক্ষ্য মিঠু মাঝি, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, রায়নার বিধায়ক শম্পা ধারা, এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, প্রধান ডলি নন্দী সহ অন্যান্যরা। রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ বিকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে ধৈর্য্য নিয়ে তাঁরা এই কার্নিভাল দেখেছেন। উপস্থিত সকল অতিথী সাহাবুদ্দিন বাবুর ভুয়সী প্রশংসা করেছেন। এক অসাধ্য সাধন করে দেখিয়েছেন পাঞ্জাব। পুরো অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য সক্রিয় ছিল জামালপুর থানা। তাঁরা রাস্তায় থেকে ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও পুজো কমিটি গুলোর শোভা যাত্রা কে সঠিক ভাবে নিয়ে আসা সম্পূর্ন শৃঙ্খলার সঙ্গে করেছেন। নিজে রাস্তায় ছিলেন স্বয়ং থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং। আজ এখন থেকেই পঞ্চায়েত সমিতি ব্লকের বিভিন্ন পুজো কমিটিগুলো যেগুলি তাঁদের বিচারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাঁদের পুরস্কৃত করেন। বিধায়ক শহরের ধাঁচে জামালপুর উৎসব করার প্রস্তাব রাখেন। সকলের প্রচেষ্টায় সাহাবুদ্দিনের নেতৃত্বে জামালপুর আজ সেজে উঠেছিল। মানুষ চুটিয়ে উপভোগ করলো পুজো কার্নিভাল।
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি…
বাংলায় বহিরাগত পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ, সড়কে যানবাহনের দীর্ঘ সারি... দিভিসির ছেড়ে দেওয়া জলের কারণে বাংলার অনেক অংশ বন্যায়...