অষ্টমীর সন্ধিক্ষনে গর্জে উঠলো কামান জানান দিলো মল্ল রাজাদের হাজার বছরের প্রাচীন ঐতিহ্য।
যুগের অমোঘ নিয়মে আজ রাজা নেই, নেই রাজত্ব। কিন্তু কালের নিয়মে হারিয়ে যায়নি হাজার বছরের বেশী প্রাচীন দুর্গাপুজা। প্রাচীন নিয়ম মেনে মহাষ্টমীর সন্ধিক্ষনে গর্জে উঠল কামান জানান দিল মল্ল রাজাদের প্রাচীন অতিহ্যের মা মৃন্ময়ীর পুজো। ১০২৭ বছরে পদার্পন মল্ল রাজাদের প্রাচীন দুর্গাপুজা। 997 খ্রী ১৯তম মল্ল রাজা এক অলোকিক দৃশ্য দেখে স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবী মৃন্ময়ীর। সেই থেকেই আজও প্রাচীন অতিহ্যের পুজো বহন করে চলেছেন মল্ল রাজ পরিবারের বর্তমান সদস্যরা। সেই প্রাচীন নিয়ম আর অতিহ্য মেনেই মৃন্ময়ী মন্দির সংলগ্ন মোর্চা পাহাড়ে মহা অষ্টমীর সন্ধিক্ষনে তপোধনি ধ্বনিত হল। এই তপোধ্বনি দেখতে ভীড় জমে বিষ্ণুপুরে।