সালানপুর:-দূর্গাপুজোর একেবারে মুখেই ফের একবার বড়সড় সাফল্য অর্জন করলো রূপনারায়ানপুর পুলিশ।ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী।
দুষ্কর্ম ঘটানোর আগেই রাতের অন্ধকারে রূপনারায়ণপুর থেকে চিতলডাঙ্গা হয়ে ধাঙ্গুড়ি যাওয়ার ফাঁকা রাস্তায় একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে রূপনারায়ানপুর পুলিশ।ধৃত যুবকের নাম সৌরভ কুমার রাম(২৩)।ঝাড়খণ্ডের জামতাড়া ডাঙ্গাল পাড়ার বাসিন্দা।জানা যায় রূপনারায়ণপুর লাগোয়া ঝাড়খন্ড মিহিজামের কুশবেদিয়া ডাঙালপাড়ার বাসিন্দা সৌরভ কুমার রাম মোটর সাইকেলে করে রূপনারায়ণপুর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলো।বিষয়টি নজরে আসতেই রূপনারায়ণপুর ফাঁড়ি আধিকারিক মইনুল হকের নেতৃত্বে দল গঠন করে
শেষ পর্যন্ত ১৮ অক্টোবর রাত সাড়ে আটটা নাগাদ চিতল ডাঙ্গা থেকে ধাঙ্গুড়ি যাওয়ার রাস্তায় মোটর সাইকেল সহ তাকে পাকড়াও করে পুলিশ। সারা বছরই বিভিন্ন স্পর্শ কাতর এলাকায় নাকা চেকিং চালালেও উৎসবের মরশুমে তার সঙ্গেই বিশেষ চেকিং শুরু করেছে পুলিশ। তাতেই এই সাফল্য এসেছে। ধৃত সৌরভ কুমার রামের কাছ থেকে আগ্নেয়াস্ত্র,গুলি এবং মোটর সাইকেল(JH 21H 3674) বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃত দুষ্কৃতীকে আজ বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হয়।