নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : কোতুলপুর ব্লকের অন্তর্গত মোট ৪১ টি দূর্গা পুজো কমিটিকে সরকারি আর্থিক অনুদান বাবদ চেক প্রদান করা হল ।
রাজ্য সরকার অন্যান্য বছরের ন্যায় এবারও সরকারি অনুমোদন প্রাপ্ত রাজ্যের পুজো কমিটি গুলোকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । এবার গতবছেরর তুলনায় আরও দশ হাজার টাকা বাড়িয়ে প্রতিটি পুজো কমিটিকে মোট ৭০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করছেন রাজ্য সরকার । সে মতই বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের অন্তর্গত মোট ৪১ টি দূর্গা পূজা কমিটির হাতে ৭০ হাজার টাকা করে সরকারি চেক প্রদান করা হলো । স্বাভাবিক ভাবেই খুশি সকল পুজো উদ্যোক্তারা । রাজ্য সরকারের এই সহযোগীতা পেয়ে অনেকটাই উপকৃত হয়েছেন । এদিনের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর গ্রামীণ অ্যাডিশনাল এসপি আইপিএস গণেশ বিশ্বাস , কোতুলপুর থানার ওসি শুভাষিস হালদার , কোতুলপুর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।
কৃষ্ণেন্দু কুন্ডু নামে এক পূজা কমিটির সদস্য জানান , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতিটি পুজো কমিটি আর্থিক সহযোগিতা পাচ্ছেন তাতে আমরা দারুণ খুশি মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই ।