সুইডেন গবেষণার ছাত্রীর রহস্য মৃত্যু! দুর্গাপুরে বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার
দুর্গাপুর : সুইডেন গবেষণারত বঙ্গ তরুনীর রহস্য মৃত্যু। দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের বাসিন্দা বছর 32র রোশনি দাসের মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনতে কাতর আর্জি পরিবারের। ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করেছে মৃতদেহ পরিবার।
রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করেছে। পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পরিবারের পাশে সমস্ত রকম ভাবে দাঁড়ানো হবে। কি কারণে মৃত্যু তারও পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানানো হবে সুইডেন দূতাবাসের কাছে।