নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : নির্মাণের চার বছরের মধ্যেই ভেঙে পড়লো সেতু ।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নিত্যানন্দপুর অঞ্চলের ছকুরডাঙ্গা জোড়ের উপর সেতু নির্মাণের মধ্যে দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছিল এলাকাবাসীর। কিন্তু এ সুখ যে তাসের ঘরের মতো ক্ষণস্থায়ী হবে তা আর কে জানত! সেতু নির্মাণের বছর চারেকের মধ্যেই হড়পা বানে ভেঙে পড়ল সেতুটি । এলাকাবাসীর কাছ থেকে জানা যায় ২০১৮ সালে বাঁকুড়া জেলা পরিষদের তহবিল থেকে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়। এই সেতুই নিত্য যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছিল ছকুরডাঙ্গা, চৈতন্যপুর, আনন্দপুর, ভবানীপুর, মোহনপুর, লক্ষীনারাণপুর, তড়কাবাইদ, ফুলজাম সহ প্রায় ১০ – ১২ টি গ্রামের মানুষের । এই সব গ্রামের বাসিন্দারা জানান সেতুর ওপারে রয়েছে রেশন দোকান, উপস্বাস্থ্য কেন্দ্র, হাই স্কুল, গ্রামপঞ্চায়েত। তাই এই সেতু তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ায় গ্রামে ঢোকে না কোন অ্যাম্বুলেন্স , চলেনা চার ও ছ চাকার যান। গ্রামের কেউ অসুস্থ হলে চরম সমস্যায় পড়তে হয় । বেহাল -ভগ্ন সেতুকে কেন্দ্র করে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া থেকে সকল পথ যাত্রীদের।স্থানীয়রা সেতুর এহেন দশার জন্য নিম্নমানের সামগ্রী এবং অপরিকল্পিতভাবে নির্মাণের দিকেই আঙ্গুল তুলেছেন। । স্থানীয়দের দাবি বারংবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোন সুরাহা। হচ্ছে হবে দেখছি বলেই দায় সেরেছেন তারা। পাশাপাশি যাতে সেতুটি আরো উঁচু করে ওভার ব্রিজ এর আকারে করা হয় তারও দাবি তুলেছেন তারা ।