নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : বাড়ি বাড়ি পাইপ লাইন সংযোগের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার ।
নিজেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে বাড়ি বাড়ি পাইপলাইন সংযোগের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যাক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে আমির আলি খান নামের ওই প্রতারককে গ্রেফতার করে বাঁকুড়ার হিড়বাঁধ থানার পুলিশ। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে নিজেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে হিড়বাঁধের স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় চক্রবর্তীর সাথে আলাপ জমিয়েছিল আমির আলি খান নামের এক ব্যাক্তি। এলাকায় বাড়ি বাড়ি পাইপ লাইনের সংযোগ দেওয়ার টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে মৃত্যুঞ্জয় চক্রবর্তীর কাছ থেকে আমির আলি খান মোট ৬০ হাজার টাকা নেয় বলে অভিযোগ। এরপর টেন্ডার না মেলায় মৃত্যুঞ্জয় চক্রবর্তী বুঝতে পারেন তাঁর সাথে প্রতারণা করা হয়েছে। সম্প্রতি হিড়বাঁধ থানায় এই প্রতারণার অভিযোগ দায়ের হলে পুলিশ ঘটনার তদন্তে নামে। এরপরই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে আমির আলি খানকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।